দেশজুড়ে

বরিশালে ডিজিটাল মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালে সপ্তাহব্যাপি `ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ`র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যা ৬টা ২০মিনিটে এ মেলার উদ্বোধন করেন তিনি।মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) যৌথ আয়োজনে বরিশাল সদর উপজেলা পরিষদে এ মেলা শুরু হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস ও জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান। সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। সকালে মেলা উপলক্ষে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহলে র্যালি বের করা হয়।মেলার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বরিশাল সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইলিয়াছুর রহমান জানান, সন্ধ্যা ৬টা ২০মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মেলা এখানকার মানুষকে ইন্টারনেটের সুফল সম্পর্কে ধারণা দিতে সক্ষম হবে বলেও জানান তিনি। তিনি মেলার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ মেলা থেকে শেখার ও জানার অনেক কিছু আছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য শিক্ষা কর্ণার, সরকারি সেবা বিষয়ক সেবা কর্ণার, অনলাইন নিউজ পোর্টাল বিষয়ে জানতে অনলাইন নিউজ কর্ণার, আইটি বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আইটি কর্ণার এবং ইউডিসির জন্য তথ্য কর্ণারসহ ২০টি স্টল থেকে মেলায় আগতরা ইন্টারনেট সম্পর্কে ধারণা লাভ করতে পারবে বলে জানান তিনি।প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার স্টল সকলের জন্য উন্মুক্ত থাকবে। আর এ মেলা শেষ হবে আগামী ১১ অক্টোবর।সাইফ আমীন/এআরএ/আরআইপি

Advertisement