স্পেনের শীর্ষ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের দেশে আশ্রয় নেয়া শরণার্থীদের সাহায্যার্থে এগিয়ে এসেছে। শরণার্থীদের দশ লাখ ইউরো দান করার ঘোষণা দিয়েছে হামেস-রোনালদোর এ ক্লাবটি। পাশাপাশি কিছু খেলাধুলার সামগ্রী দান করবে বলেও ক্লাবের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।শনিবার ক্লাবের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘স্পেনে আশ্রয় নেয়া শরণার্থীদের সাহায্যার্থে রিয়াল মাদ্রিদ এক মিলিয়ন ইউরো দান করবে। মৃত্যু এবং যুদ্ধের কারণে যে সকল নারী-পুরুষ ও শিশুরা নিজ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদের সাহায্যার্থে দাতব্য কাজে দায়বদ্ধতা থেকে ক্লাব এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।’শরাণার্থীদের সাহায্যার্থে সম্প্রতি অনেক ক্রীড়া সংগঠনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ গত মঙ্গলবার শরণার্থীদের সাহায্যে এক মিলিয়ন ইউরো দান করেছে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) জরুরি তহবিলে দুই মিলিয়ন ডলার দান করেছে।উল্লেখ্য, আয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ। চলতি সপ্তাহের প্রথম দিকে জানানো হয় যে, গত মৌসুমে রেকর্ড ৬৬০.৬ মিলিয়ন ইউরো আয় করেছে। আরটি/একে/আরআইপি
Advertisement