জাতীয়

সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন

মৎস্যজীবীদের নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন, মৎস্য আইন সংশোধন, অধিকার প্রতিষ্ঠা ও সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ফিশিং বোট মালিক সমিতি।

Advertisement

শনিবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাগরে ৬৫ দিন মাছধরা বন্ধ রাখলেও মিয়ানমার ও ভারত যদি চালিয়ে যায় তাহলে বাংলাদেশের উপকারের চাইতে ক্ষতিই বেশি হয়। তাই সরকারের উচিত আমাদের মাছধরা বন্ধের আগে মিয়ানমার ও ভারতের সঙ্গে সরকারি পর্যায়ে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে ব্যবস্থা নেয়া।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের সভাপতি রবিন্দ্র নাথ বর্মণ। উপস্থিত ছিলেন চরফ্যাশন ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া, চাঁদপুর ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক, দৌলতখান ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ফয়সাল, মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, চকরিয়া মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের সভাপতি আশরাফ আলী মিয়া, মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের সদস্য হারুন আকন, নান্নু মিয়া প্রমুখ।

Advertisement

এএস/এমএমজেড/এমকেএইচ