জাগো জবস

চলতি বছরই ৪৭৯২ চিকিৎসক নিয়োগ

দেশের হাসপাতালগুলোতে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের জন্য সুপারিশের অনুমোদন দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলতি বছরের মধ্যে এসব চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

Advertisement

জানা যায়, ইতোমধ্যে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শিগগিরই নিয়োগ দেওয়া হবে। আগামী বছর আরও প্রায় ৫ হাজার নিয়োগ দেওয়া হবে।

> আরও পড়ুন- উপহাস পেরিয়ে এখন বিসিএস ক্যাডার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঘোষিত ১০০ দিনের কর্মসূচির অগ্রগতি জানাতে গত ১৬ মে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Advertisement

সূত্র জানায়, বিশেষ বিসিএসের মাধ্যমে হাসপাতালগুলোতে চিকিৎসক নিয়োগ দিয়ে থাকে। একই প্রক্রিয়ায় এবারও নিয়োগ দেওয়া হবে।

> আরও পড়ুন- ৬৫ জনকে চাকরির সুযোগ দিচ্ছে বারটান

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসইউ/এমকেএইচ

Advertisement