বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লেগে ছয়জন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৯টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার কাকডাঙ্গা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। এরা হলেন- বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কোদলা গ্রামের হেকমোত আলী বিশ্বাস (৪৫), খুলনার কয়রা থানার অর্জুনপুর এলাকার কুদ্দুস সরদার (৬০) ও বাসচালক খুলনা রূপসা থানার নৈহাটি এলাকার ফরহাদ শেখ (৪৫)। এক নারীসহ নিহত অন্য দুই পুরুষ যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু জাহিদ জানান, সকাল সোয়া ৯টার দিকে লোকাল পরিবহনের যাত্রীবাহী বাসটি খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা বিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে থাকা গাছে আঘাত হানে। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন ও পরে ফকিরহাট হাসপাতালে নেয়া হলে আরও একজন নিহত হন। আহত হন বাসের ১৫ যাত্রী।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে লোকাল বাসের ড্রাইভারসহ বাসের চার যাত্রী ও দুইজন পথচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের ফকিরহাট হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
শওকত বাবু/আরএআর/জেআইএম