দেশজুড়ে

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিমু (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো অর্ধ-শতাধিক আহত হয়েছেন। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিমুর মৃত্যু হয়। সকাল সাড়ে ৯টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের নশরতপুর বড়ভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী মো. রফিকুল ইসলাম জানান, সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কের নশরতপুর বড়ভিটা নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রুবেল পরিবহন (রংপুর-ব-০৫-০০২৪) এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের (রংপুর-ব-১১-০০১৬) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ৫১ জন যাত্রী আহত হন। পরে তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শিমু বিকেল পৌনে ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন মারা যান। এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।দিনাজপুর হাইওয়ে পুলিশ সার্জন মো. সেলিম পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল পরিবহনের হেলপার মো. শিমু মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহতদের পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি।এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি

Advertisement