খেলাধুলা

বিশ্বকাপের প্রাইজমানি ৮৫ কোটি টাকা!

এবারের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার ঘোষণা আগেই দিয়েছিল আইসিসি। সেটি যে শুধু বলার জন্যই বলা নয়, তার প্রমাণ মিলছে ধীরে ধীরে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বিশ্বকাপকে দেবে ভিন্ন মাত্রা। তেমনিভাবে অংশগ্রহণকারী দলগুলোর জন্যও থাকছে অর্থের ঝনঝনানি।

Advertisement

বিশ্বকাপের জন্য ১০ মিলিয়ন ডলার তথা ৮৫ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। পুরো আসরজুড়ে পুরষ্কারস্বরুপ খরচ হবে বিপুল পরিমাণ এ অর্থ।

স্বভাবতই সবচেয়ে বেশি ৪ মিলিয়ন ডলার বা ৩৪ কোটি টাকার প্রাইজমানি বরাদ্দ থাকছে চ্যাম্পিয়ন দলের জন্য। রানারআপ দল পাবে ঠিক এর অর্ধেক। অর্থাৎ ২ মিলিয়ন ডলার বা ১৭ কোটি টাকা।

বিপুল অঙ্কের পুরষ্কার থাকছে বাকি দলগুলোর জন্যও। সেমিফাইনালে বাদ পড়া দুই দলকে দেয়া হবে ৮ লক্ষ ডলার বা ৬ কোটি ৮০ লাখ টাকা করে মোট ১৩ কোটি ৬০ লাখ টাকা।

Advertisement

এছাড়া বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাদ পড়া ছয় দলকে ১ লাখ ডলার বা ৮৫ লাখ টাকা করে দেয়া হবে মোট ৫ কোটি দশ লাখ টাকা।

পুরষ্কার থাকছে লিগপর্বে ম্যাচ জেতার জন্যেও। প্রথম পর্বের প্রতিটি ম্যাচের জয়ী দলকে দেয়া হবে ৪০ হাজার ডলার তথা ৩৪ লাখ টাকা। এতে করে প্রথম পর্বে জয়ী দলগুলোর পেছনে মোট খরচ হবে ১৫ কোটি ৩০ লাখ টাকা।

তবে ব্যক্তিগত পুরষ্কার তথা প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কিংবা অন্যান্য কোনো পুরষ্কারের অর্থ প্রকাশ করেনি আইসিসি। সেসব যোগ করলে পুরষ্কারের অর্থমূল্য বাড়বে আরও অনেক বেশি।

আগামী ৩০ মে থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৪৬ দিনে ৪৮ ম্যাচের এ বিশ্বকাপের পর্দা উঠবে ১৪ জুলাই, লর্ডসে।

Advertisement

এসএএস/এমএস