রোজার আগে দাম বাড়ার আভাস দিলেও রোজার মধ্যে কমেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে পাঁচ টাকা। তবে পেঁয়াজের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে অধিকাংশ সবজি, মাছ ও মাংসের দাম।
Advertisement
শুক্রবার (১৭ মে) রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও এলাকার বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
রামপুরা ও খিলগাঁও এলাকার বাজার ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা দেশি পেঁয়াজ মানভেদে বিক্রি করছেন ২৫-৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা। শান্তিনগর বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৩৫ টাকা।
এদিকে কারওয়ান বাজারে ভালো মানের দেশি পেঁয়াজের পাল্লা বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা। অর্থাৎ পাইকারিতে প্রতিকেজি ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩-২৪ টাকা কেজি। আগের সপ্তাহে পাইকারিতে ভালো মানের দেশি পেঁয়াজের পাল্লা বিক্রি হয় ১২৫-১৩০ টাকা। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে দুই টাকা।
Advertisement
পেঁয়াজের দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. মিলন বলেন, রোজার আগে পেঁয়াজের দাম কেজিতে প্রায় পাঁচ টাকা করে বেড়েছিল। ধারণা ছিল রোজায় পেঁয়াজের দাম আরও বাড়বে। তবে নতুন করে দাম না বেড়ে হঠাৎ করেই দাম কমেছে। যা বোঝা যাচ্ছে রোজায় এবার পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা কম।
তিনি আরও বলেন, এবার পেঁয়াজের ফলন খুব ভালো হয়েছে। বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় নতুন করে পেঁয়াজের দাম কমেছে বলে মনে হচ্ছে।
শান্তিনগরের ব্যবসায়ী মো. সবুর বলেন, এবারই প্রথম রোজায় পেঁয়াজের দাম না বেড়ে উল্টো কমেছে। আড়ত থেকে কম দামে পেঁয়াজ কিনতে পারছি বলে বিক্রিও করছি কম দামে। এখন ভালো মানের দেশি পেঁয়াজ কিনতে প্রতি কেজিতে খরচ হচ্ছে ২৮ টাকা। আর বিক্রি করছি ৩০ টাকায়।
এদিকে বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আগের মতই চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাজার ও মানভেদে কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা কেজি, শসা ৪০-৫০, বেগুন ৬০-৭০, পাকা টমেটো ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
Advertisement
দাম অপরিবর্তিত থাকা অন্য সবজির মধ্যে পটল ৪০-৫০, বরবটি ৬০-৭০, লতি ৭০-৮০, করলা ৬০-৭০, ধুন্দুল ৬০-৭০, ঢেঁড়স ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কাকরোল ৬০-৮০, ঝিঙা ৫০-৭০, শিম ৪০-৬০, গাজার ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজার ঘুরে দেখা যায়, আগের সপ্তাহের মতো বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকা কেজি দরে। লাল লেয়ার মুরগির ১৮০-১৯০ এবং পাকিস্তানি কক বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা কেজি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫২৫-৫৫০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮৫০ টাকা কেজি।
শান্তিগর বাজারে মাংস ব্যবসায়ীদের মূল্য তালিকা ঝুলিয়ে গরুর মাংস ৫২৫ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। তবে রামপুরা মোল্লা বাড়ি ও হাজীপাড়া বৌ-বাজারে কোনো ব্যবসায়ীকেই মূল্য তালিকা টাঙাতে দেখা যায়নি। এ অঞ্চলের ব্যবসায়ীরা গরুর মাংস ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
সিটি কর্পোরেশনের বেধে দেয়া দামের বেশি মূল্য নেয়ার কারণ জানতে চাইলে হাজীপাড়ার ব্যবসায়ী মো. খালেদ বলেন, আমাদের গরু কিনতে খরচ বেশি হচ্ছে। গরু আনতে যে ব্যয় হচ্ছে তাতে মাংসের কেজি ৫৫০ টাকার নিচে বিক্রি করা সম্ভব নয়। তাই ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। কে কী বললো তা দেখার সময় আমাদের নেই। এই দামে যার খুশি কিনবে। আমরা কাউকে জোর করে মাংস ধরিয়ে দিচ্ছি না।
এদিকে কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হওয়া মাছের দাম এখনো বেশ চড়া। তেলাপিয়া মাছ আগের মতো বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি। পাঙাশ বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকা কেজি। রুই ২৮০ -৬০০, পাবদা ৬০০-৭০০, টেংরা ৫০০-৮০০, শিং ৫০০-৬০০ এবং চিতল মাছ বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকা কেজি।
এমএএস/এএইচ/এমএস