খেলাধুলা

ক্যারাবীয়দের টেস্ট দলপতি হোল্ডার

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আটটি টেস্ট খেলা অলরাউন্ডার জেসন হোল্ডারকে এবার টেস্ট দলের অধিনায়ক ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। গত ডিসেম্বর থেকে হোল্ডার ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন। নিয়মিত অধিনায়ক উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ রামদিনের স্থলাভিষিক্ত হলেন হোল্ডার। অক্টোবরের শুরুতে শ্রীলংকা সফরে আসছে ক্যারাবীয়রা। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হবে হোল্ডারের নতুন অভিযান। আর তার সহকারী হিসেবে রাখা হয়েছে ক্রেইগ ব্রাথওয়েইটকে। এছাড়াও দলে ডাক পেয়েছেন দুই নবাগত খেলোয়াড় জোমেল ওয়ারিকান এবং কার্লোস ব্রাথওয়েইটকে। উল্লেখ্য, গল এবং কলম্বোতে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপরপরই তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে।ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েইট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেই ব্ল্যাকউড, কার্লোস ব্রাথওয়েইট, ড্যারেন ব্র্যাভো, রাজিন্দ্র চান্দ্রিকা, শেন ডরউইচ, শ্যানন গ্যাবিয়েল, শাই হোপ, দিনেশ রামদিন, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরম টেইলর, জোমেল ওয়ারিকান।আরটি/পিআর

Advertisement