বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক সাকিব আল হাসান। সে ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি টাইগারদের।
Advertisement
তবে শঙ্কা রয়ে গেছে সাকিব আল হাসানের ব্যাপারে। প্রাথমিকভাবে টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছিল সাকিবের চোট গুরুতর নয়। তবে আজ (বৃহস্পতিবার) তাকে পূর্ণ বিশ্রামে রেখেছে দল। বিশ্বকাপের আগে যাতে কোনো বড় সমস্যা না হয়, সেজন্যই মূলত এ ব্যবস্থা।
এদিকে সাকিবের ইনজুরির আপডেট জানাতে গিয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি দলের ফিজিও থিহান চন্দ্রমোহন। সাকিব এখনো পর্যবেক্ষণাধীন আছেন জানিয়ে চন্দ্রমোহন জানান, ম্যাচের দিন শুক্রবার সকালে সিদ্ধান্ত নেয়া হবে সাকিব আল হাসান ফাইনাল ম্যাচটি খেলবেন কিনা।
আনুষ্ঠানিক বার্তায় চন্দ্রমোহন বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় পিঠের নিচে বাম পাশের পেশিতে চোট পেয়েছেন সাকিব। সে আপাতত পর্যবেক্ষণ এবং চিকিৎসাধীন রয়েছে। আমরা শেষমুহূর্ত পর্যন্ত দেখে ম্যাচের দিন (শুক্রবার) সকালে সিদ্ধান্ত নেবো, সাকিব ফাইনাল ম্যাচে খেলতে পারবে কিনা।’
Advertisement
এদিকে ফাইনালকে সামনে রেখে আজ ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু মুঠোফোনে জাগো নিউজকে এ খবর জানিয়ে বলেন, ‘আমরা সকাল সকাল মাঠে অনুশীলনে চলে এসেছি। টানা খেলা হওয়ায় আজ পুরো দলের প্র্যাকটিস নেই, ঐচ্ছিক অনুশীলনে নেমেছে ছেলেরা।’ নান্নু আরও জানান, সাকিব আজ অনুশীলনে আসেননি, বিশ্রাম নিচ্ছেন হোটেল রুমে।
এআরবি/এসএএস/পিআর