শিক্ষা

‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের ফাবিহা বুশরা

কানাডার কার্লটন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রী ফাবিহা বুশরা মর্যাদাপূর্ণ ‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। ফাবিহা কার্লটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে পড়াশোনা করছেন।

Advertisement

অর্থনীতি বিষয়ে সবচেয়ে ভালো গবেষণাপত্রের জন্য তিনি ২০১৯ সালের জন্য এই অ্যাওয়ার্ড লাভ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অর্থনীতি বিভাগের প্রধানের সুপারিশক্রমে গ্র্যাজুয়েট এবং পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রতিবছর মেধাবী গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের মাঝে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।

চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনাতি গ্রামের মেয়ে ফাবিহা কার্লটন ইউনিভার্সিটিতে এ বছর অর্থনীতিতে এমএ ডিগ্রি সম্পন্ন করেন। ফাবিহা ২০১৯ সাল থেকে শুরু হওয়া অর্থনীতিতে পিএইচডি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হন।

Advertisement

এইউএ/এসআর/এমকেএইচ