বুধবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে হেসেখেলেই জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের করা ২৯২ রানের সংগ্রহ টপকে যেতে টাইগারদের খেলতে হয়েছে মাত্র ৪৩ ওভার। ফিফটির দেখা পেয়েছেন তামিম ইকবাল, লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান।
Advertisement
আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি ছিলো নিয়মরক্ষার, যেখানে নিজেদের জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যটাই ছিলো মূল। কিন্তু এ ম্যাচে ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ফিফটি করার পরপরই সাইড স্ট্রেইনের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন আহত অবসর হয়ে।
প্রাথমিকভাবে টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছিল সাকিবের এ চোট গুরুতর নয়। তবু পরবর্তী আপডেট জানা যাবে বৃহস্পতিবার অনুশীলনের সময় ভালোভাবে পর্যবেক্ষণ করার পরেই। তবে আজ (বৃহস্পতিবার) দলের ঐচ্ছিক অনুশীলনে আসেননি আসেননি সাকিব।
ফাইনালকে সামনে রেখে আয়ারল্যান্ডের ডাবলিনে প্র্যাকটিস করতে নেমেছে টিম বাংলাদেশ। দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু মুঠোফোনে জাগো নিউজকে এ খবর জানিয়ে বলেন, ‘আমরা সকাল সকাল মাঠে অনুশীলনে চলে এসেছি। টানা খেলা হওয়ায় আজ পুরো দলের প্র্যাকটিস নেই, ঐচ্ছিক অনুশীলনে নেমেছে ছেলেরা।’ নান্নু আরও জানান, সাকিব আজ অনুশীলনে আসেননি, বিশ্রাম নিচ্ছেন হোটেল রুমে।
Advertisement
এদিকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার দিকে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সংবাদ মাধ্যমে জানান, ‘সাকিব এখন বিশ্রামে। আইরিশ সময় দুপুরে (বাংলাদেশ সময় সন্ধ্যার পরে) তাকে ফিজিও দেখবেন।’
আগামীকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। সে ম্যাচের আগে ফিজিওর রিপোর্টের ওপরেই মূলত নির্ভর করছে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা। আর সে রিপোর্ট জানতে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত।
এআরবি/এসএএস/এমকেএইচ
Advertisement