অর্থনীতি

সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন প্রাইম ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের ২০১৮ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) অনুমোদন দিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশের অনুমোদন দেয়া হয়। ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী। এ সময় ভাইস চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া ও ইমরান খান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মোল্লা, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের পরিচালক- কাজী সিরাজুল ইসলাম, মো. নাদের খান, মো. শাহাদাত হোসেন, নাসিম আনোয়ার হোসেন, সালমা হক, ওয়াহিদ মুরাদ জামিল, মো. মুশতাক আহমেদ তানভীর (তিতাস), জাইম আহমেদ, এম ফরহাদ হোসেন এফসিএ, সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন ইমাম আনোয়ার হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ এহসান হাবীব।

Advertisement

এসআই/এমএমজেড/এমকেএইচ