দেশজুড়ে

ডিজিটালের সাড়া নেই লক্ষীছড়িতে

সরকার যখন সারাদেশকে ডিজিটালাইজেশন করার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে তখন ডিজিটালে সাড়া নেই লক্ষীছড়ির মানুষের। ডিজিটাল থেকে যেন মুখ ফিরিয়ে রেখেছে সেখানকার মানুষ। ফলে সেখানে ডিজিটালাইজেশনে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে সরকারের টিএন্ডটি বিভাগ।খাগড়াছড়ি জেলার দুর্গম লক্ষীছড়ি উপজেলা টিএন্ডটি আড়াইশ সংযোগের ক্যাপাসিটি নিয়ে ডিজিটালের আওতায় আসলেও গ্রাহক বা সেবা প্রার্থীদের মাঝে সেই রকম সাড়া নেই। আড়াইশ সংযোগের ক্যাপাসিটি থাকলেও গত একমাসে মাত্র ২৫টি সংযোগ স্থাপিত হয়েছে। কলরেটের দিক থেকে অনেক বেশী সুবিধা থাকলেও মানুষ মোবাইলে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছেন অনেকে। সময়ের প্রয়োজনে মানুষের হাতে হাতে মোবাইল ফোন থাকায় কেউই বাড়তি টাকা খরচ করে টেলিফোন সংযোগ নিতে আগ্রহী নয় বলে জানা গেছে স্থানীয়দের সাথে কথা বলে।ডিজিটালের আওতায় আসার পর গত এক মাসে লক্ষীছড়িতে পুরনো সংযোগসহ ইতোমধ্যে ২৫টি সংযোগ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে সংযোগ সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কলরেট সুবিধার পাশাপাশি দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপন হলে গ্রাহক সংখ্যা পর্যায়ক্রমে বাড়তে পারে বলে মনে করছেন লক্ষীছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মোবারক হোসেন।এমএএস/পিআর

Advertisement