তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট উৎসবে জাগো নিউজ

দেশে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং দেশীয় ইন্টারনেট পণ্য ও সেবার মান প্রসারের লক্ষ্যে শনিবার থেকে শুরু হয়েছে ইন্টারনেট উৎসব। রাজধানীর বনানী মাঠে দুপুর ২টায় শুরু হয়েছে এ উৎসব। ইন্টারনেট উৎসবে বিভিন্ন ই-কমার্স কোম্পানি ও মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের পা্শাপাশি অংশ নিয়েছে দেশের অনলাইন নিউজ পোর্টালগুলো। অংশগ্রহণ করেছে দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। পাঠকদেরকে ইন্টারনেট উৎসবের সার্বক্ষনিক খবর জানাতে জাগো নিউজের পক্ষ থেকে একটি বুথ নেওয়া হয়েছে। জাগো নিউজের তিনজন প্রতিবেদক ইন্টারনেট উৎসবের মাঠ থেকে সবশেষ খবর জানাবেন। তাই ইন্টারনেট উৎসবের সবশেষ খবর জানতে জাগো নিউজের সঙ্গেই থাকুন। উল্লেখ্য, শনিবার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) যৌথ উদ্যোগে ঢাকা, রাজশাহী ও সিলেটে ৩টি বড় এক্সপোসহ সারা দেশে ৪৮৭টি উপজেলায় একযোগে ইন্টারনেট উৎসব পালিত হচ্ছে। এআরএস/পিআর

Advertisement