নিজের নাতির চেয়ে বেশি স্মার্ট হওয়ায় পাঁচ বছরের এক শিশুকে হত্যা করেছে চীনের এক নারী। তাও এমন ঘটনা ঘটালেন একজন প্রতিবেশি যার বাড়িতে নিত্য যাতায়াত ছিল মৃত শিশুটির। খবর ডেইলি মেইলের।মধ্য চীনের হেরনান প্রদেশে পাশাপাশি থাকত দুটি পরিবার। দুটি পরিবারেই সমবয়সী পাঁচ বছরের দুজন শিশু ছিল। তার মধ্যে একজন খুন হলো- কারণ সে অন্য শিশুটির চেয়ে অনেক বেশি সুস্থ্য ও স্মার্ট ছিল। কম স্মার্ট শিশুটির দাদী লি নামের এক নারী ওয়াং মিংহান (৫) নামের শিশুটিকে হত্যা করেছেন।অভিযুক্ত নারীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ওই নারী পুলিশকে জানিয়েছেন, তার নাতি সবসময় অসুস্থ থাকতো। সেটা যেমন তার কাছে দুঃখের ছিল, তেমনই পাশের বাড়ির সমবয়সী শিশুটির চনমনে ভাব দেখলে তিনি রাগে ফেটে পড়তেন। আর এ কারণে শুধুমাত্র ঈর্ষান্বিত হয়ে শিশুটিকে পরিকল্পনা করে খুন করেন ওই নারী। ঘটনাটি ঘটেছে গত ৮ জুলাই। তার ১৫ দিন আগে বাড়ির সামনে ছোট্ট কবর খুড়ে রেখেছিলেন তিনি। ঘটনার দিন বাড়ির সামনের উঠানে খেলছিল ছোট্ট মিংহান। সবার নজর এড়িয়ে তাকে টানতে টানতে নিয়ে এসে খুন করে কবরে চাপা দেয় লি। ওই সময় মিংহানের দাদী গোসল করতে যান। এসে দেখেন উঠানে নাতির জুতা পড়ে রয়েছে। প্রথমে তিনি মিংহানকে অপহরণ করা হয়েছে বলে সন্দেহ করেন। তবে পুলিশি তদন্তে এতোদিন পরে বেরিয়ে এসেছে আসল সত্য। সন্দেহের বশে গ্রেফতার হওয়া লি স্বীকার করে, শুধুমাত্র ঈর্ষান্বিত হয়ে শিশুটিকে মেরে ফেলেছেন তিনি।এসআইএস/পিআর
Advertisement