ঐতিহাসিক ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয়ের পথে অব্যাহত রয়েছে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের যাত্রা। স্বদেশি বেথানি মাট্টিক-স্যান্ডসকে হারিয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন এই মার্কিন তারকা। নিউইয়র্কের আর্থার আশি স্টেডিয়ামে শুরুটা মোটেও ভালো হয়নি সেরেনার। স্বদেশি বেথানি মাট্টিক-স্যান্ডসের কাছে প্রথম সেট ৩-৬ গেমে হেরে যান এই মার্কিন কৃষ্ণকলি। কিন্তু পরের সেটেই ঘুরে দাঁড়ান সেরানা। ৭-৫ গেমের জয় নিয়ে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দেন। আর শেষ সেটে মাট্টিক-স্যান্ডসকে ৬-০ গেমে রীতিমত উড়িয়ে দেন এই নাম্বার ওয়ান। এই জয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠলেন সেরেনা। ১৯৮৮ সালে স্টেফি গ্রাফ ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয় করেছিলেন। ঐতিহাসিক ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয় থেকে আর মাত্র চারটি জয় থেকে দূরে রয়েছেন ৩৩ বছর বয়সী সেরেনা ইউলিয়ামস। চতুর্থ রাউন্ডে স্বদেশি মেডিসন কেইসের মুখোমুখি হবেন এই টুর্নামেন্টে তিন বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। আরটি/এসকেডি/পিআর
Advertisement