সরকারি-বেসরকারি হজযাত্রী ও হজ গাইডদের জেলাভিত্তিক প্রশিক্ষণ আগামী ২১ মে শুরু হবে। আগামী ৩০ মে পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে। প্রতি ব্যাচে ৩০০ জন থেকে ৫০০ জন হজযাত্রী অংশগ্রহণ করবেন।
Advertisement
বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে প্রশিক্ষণ শুরুর আগেই কোন জেলার কোন ভেনুতে কতজন প্রশিক্ষণার্থী এবং ব্যয়-বরাদ্দ কত তা ইসলামী ফাইন্ডেশনের পরিচালক/উপপরিচালক বরাবর নির্ধারিত ব্যাংক আকাউন্টে অনলাইনে পাঠাতে বলা হয়।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার হজযাত্রীর হজে যাওয়ার কথা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট নিবন্ধিত হয়েছেন ৬ হাজার ৪২৫ জন এবং প্যাকেজ-২-তে চার হাজার ১৬৪ জন নিবন্ধিত হয়েছেন।
Advertisement
ইতোমধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এ পর্যন্ত নিবন্ধিত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৪১০ জন। গাইড ও মোনাজ্জেমের সংখ্যা চার হাজার ৫৮৮ জন।
এমইউ/বিএ