দেশজুড়ে

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে নূর মোহাম্মদ স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর মিলনায়তনে পবিত্র কোরআনখানি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, সশস্ত্র সালাম প্রদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়েছে।জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কবিরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা বেগম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া, চন্ডীবরপুর ইউনয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন,জেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার এসএ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ চারণ কবি রওশন আলী প্রমুখ।১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে মৃত্যুবরণ করেন রনাঙ্গণের লড়াকু সৈনিক নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে দাফন করা হয়।হাফিজুল নিলু/এসএস/পিআর

Advertisement