জাতীয় পরিবেশ পদকে স্বর্ণের মান বাড়ল। আগে পদকপ্রাপ্তদের ২১ ক্যারেট মানের ২ তোলা ওজনের স্বর্ণের বাজারমূল্য দেয়া হলেও এখন থেকে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য পাবেন তারা।
Advertisement
সম্প্রতি ‘জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২’ সংশোধন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২২ ক্যারেট মানের ২ তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য ও ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে।
নীতিমালায় আগের স্বর্ণের মান ছিল ২১ ক্যারেট।
Advertisement
সরকার প্রতি বছর জাতীয় পরিবেশ পদক দিয়ে থাকে। গত বছর তিন ক্যাটাগরিতে দুই ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দিয়েছে সরকার।
সাধারণত প্রধানমন্ত্রী মনোনীতদের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন।
আরএমএম/জেএইচ/পিআর
Advertisement