জাতীয়

বাবুর্চির পরিবেশ নোংরা, কড়াই গোস্তে পচা-বাসি ইফতার

রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত নামিদামি রেস্টুরেন্ট বাবুর্চি ও কড়াই গোস্ত। বাবুর্চি রেস্টুরেন্টের রান্না ঘরে ঢুকেই দেখা যায় নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশ। চারদিকে ময়লা-আবর্জনার মধ্যেই তৈরি হচ্ছে রকমারি সব খাবার। অন্যদিকে কড়াই গোস্তে আগের দিনের ভাজা জিলাপি রেখে দিয়েছে বিক্রির জন্য। বোরহানিতে ময়লা। রান্না করা মাংস ও কাচা মাংস ফ্রিজে একসঙ্গে রাখা। এছাড়া পচা ও বাসি মাংস দিয়ে তৈরি করছে ইফতার সামগ্রী।

Advertisement

বুধবার (১৫ মে) রমজানে বিশেষ অভিযান পরিচালনার সময় স্বচক্ষে তাদের এ অবস্থা দেখে প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

এই অভিযানের সার্বিক তত্ত্বাবধান করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

একই দিন রাজধানীর কারওয়ান বাজারের মাছের দোকানগুলোতে তদারকি করা হয়। এ সময় দোকানে মাছের মূল্য তালিকা না টানানোর অপরাধে শহীদের মাছের দোকান, মহিউদ্দিনের মাছের দোকান ও ইউসুফের মাছের দোকানকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, রমজান উপলক্ষে খাদ্যে ভেজাল রোধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা খাদ্যে ভেজাল দিচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শান্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১১ এর সদস্যরা।

এসআই/এমবিআর/এমএস

Advertisement