জাতীয়

ঈদের আগেই কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর উদ্বোধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন নির্মিত দ্বিতীয় মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতু ঈদুল ফিতরের আগেই খুলে দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে এই সড়কে ঈদের সময় যানজট কমবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

Advertisement

বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ঈদের আগেই এ তিনটি ব্রিজ আমরা উদ্বোধন করতে পারব। এর ফলে এসব ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারবে। প্রধানমন্ত্রী নিজেই আশা প্রকাশ করেছেন যে, তিনি এগুলো উদ্বোধন করবেন। আশা করি, আপাতত ওই পয়েন্টে যানজট থাকবে না।'

ঈদুল ফিতর উপলক্ষে আর কিছুদিন পর রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে এই পথে বিপুল যাত্রী ঘরমুখী হবেন। সড়ক বিভাগের প্রকৌশলীরা বলছেন, নতুন সেতুগুলো চালু হলে যানজট কমবে। ঢাকা-চট্টগ্রাম যাতায়াতে কমে যাবে প্রায় দেড় ঘণ্টা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর এই তিনটি সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে।

Advertisement

আসন্ন বাজেটে বিড়ি-সিগারেটের দাম বাড়ানো হবে এমনটি শোনা যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, ‘বাজেট নিয়ে আজকে আলোচনা নেই। বাজেটে কোনো জিনিসের দাম বাড়বে, কোনটির দাম কমবে। এটাতো এ মূহূর্তে বলা ঠিক হবে না। ‘

তিনি আরও বলেন, ‘যে সমস্ত আইটেম অর্থের সঙ্গে সংশ্লিষ্ট থাকে সেগুলো আমরা বাজেট সংসদে দেয়ার আগে বলতে পারি না। এটা আইনে কভার করে না।’

এমইউএইচ/এমএমজেড/এমকেএইচ

Advertisement