খেলাধুলা

ইউএস ওপেন থেকে নাদালের বিদায়

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ইতালিয়ান ফেবিও ফোগনিনির কাছে দুর্দান্ত লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন এই সাবেক নাম্বার ওয়ান তারকা। নিউওয়ার্কের আর্থার আশি স্টেডিয়ামে ক্যারিয়ারের ১৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেছিলেন নাদাল। প্রথম দুই সেট ৬-৩ ও ৬-৪ গেমে জিতে নেন তিনি। কিন্তু তৃতীয় সেট থেকে আর আগের মত খেলতে পারেননি এই স্প্যানিশ তারকা।টানা তিন সেট হেরে বিদায় নেন এই সাবেক নাম্বার ওয়ান। পরের তিন সেট ৬-৪, ৬-৩ ও ৬-৪ গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ইতালিয়ান ফেবিও ফোগনিনি।নাদাল বিদায় নিলেও সহজ জয় পেয়েছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। ইতালিয়ান আন্দ্রেয়াস সেপ্পিকে ৬-৩, ৭-৫ ও ৭-৫ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটেন এই সার্বিয়ান। একই দিনে ফ্রান্সের জেরেমি চার্ডির কাছে ৭-৬(৮/৬), ৪-৬, ৬-৩ ও ৬-১ গেমে হেরে বিদায় নিয়েছেন আরেক স্প্যানিশ তারকা ডেভিড ফেরার। আরটি/এসকেডি/পিআর

Advertisement