ডিজনিল্যান্ডের একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস এঞ্জেলসের (বালা) এ বছরের ‘ম্যান অব দ্য ইয়ার’ হয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব, লাইফ কোচ হেমী হোসাইন।
Advertisement
গত ১১ মে বালা’র জেনারেল সেক্রেটারি তারিক বাবুর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন বালা’র ওম্যান অ্যাফেয়ার্স সেক্রেটারি ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী জলিল খান। এবার বাংলাদেশি নাগরিক হিসেবে অস্ট্রেলিয়ান স্কিল ডেভেলপমেন্টে অবদান রাখায় হেমী হোসাইনকে এ সম্মানে ভূষিত করা হয়।
আরও পড়ুন- কানাডার ৫ বিশ্ববিদ্যালয়ে কম খরচে পড়ার সুযোগ
হেমী হোসাইন বলেন, ‘আমি বাংলাদেশি কিন্তু বিগত ২০ বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছি। ছাত্র হিসেবে যাত্রা শুরু করি। তারপর বিভিন্ন নামকরা কর্পোরেটে উচ্চপদে প্রায় ১৩ বছর কাজ করেছি। গত ৫ বছর ধরে নিজের ব্যবসা পরিচালনা করছি। এখানে আমার ছয়টি কোম্পানি রয়েছে। এছাড়া বাংলাদেশে রয়েছে ক্যারিয়ার্স হাব বাংলাদেশ।’
Advertisement
হেমী হোসাইন ২০১৭ সালে ‘অর্থকণ্ঠ-দ্য বেস্ট ইয়ং এন্টারপ্রেনার বিজনেস অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার’ হন। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার ‘বিজনেস থ্রি থাউজেন্ড প্লাস অ্যাওয়ার্ড ইন মেলবোর্ন’ এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে ‘বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড’ লাভ করেন।
এসইউ/এমকেএইচ