ধর্ম

হোয়াইট হাউসের ইফতার পার্টিতে যা বললেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাফতরিক বাসভবনে মুসলিম রাষ্ট্রগুলোর কূটনীতিকদের সৌজন্যে গত সোমবার এক ইফতার পার্টির আয়োজন করে ডোনাল্ড ট্রাম্প। এ ইফতার পার্টিতে আগত মুসলিম কূটনীতিকদের শুভেচ্ছা জানান ট্রাম্প।

Advertisement

আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সব ধর্মের সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানায় ট্রাম্প। এ সময় তিনি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মসজিদে হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে।

হোয়াইট হাউসের ইফতার পার্টির শেষে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব মুসলমানদের জন্য পবিত্র রমজান বরকতময় হওয়ার কামনা করেছে।

সোমবার হোয়াইট হাউসে বিভিন্ন দেশের মুসলিম প্রতিনিধিদের সাথে ইফতারে অংশ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি তাদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

Advertisement

উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাফতরিক বাসভবনে প্রতিবছরই মুসলিম কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। হোয়াইট হাউসে এ ইফতার পার্টি আয়োজনের সংস্কৃতি শুরু করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

এমএমএস/জেআইএম