`পাহাড় সমতল উপকূলে, গাছ লাগাই সবাই মিলে দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ` এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে শহরের আজাদী ময়দানে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলা চলবে আগামী ১১ সেপ্টম্বর পর্যন্ত।জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণ কুমার সরকারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শ্রীনিবাস দেবনাথ ও সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দীন প্রমুখ।আলোচনা সভা শেষে শহরের ৬টি প্রতিষ্ঠান ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। এবারের মেলায় মোট ৩০টি স্টল স্থান পেয়েছে।রুবেলুর রহমান/এসএস/পিআর
Advertisement