দেশজুড়ে

গাইবান্ধায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা জরুরি : ডেপুটি স্পিকার

গাইবান্ধার সার্বিক উন্নয়নে জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

Advertisement

মঙ্গলবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি হলে গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

গাইবান্ধার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল পরিণত হয় এক মিলনমেলায়। সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চোধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল করিম বাবলু, সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন, গাইবান্ধা সমিতি, ঢাকার সাবেক সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরী, আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম, এ কে এম দিনারুল ইসলাম, আইয়ুব হোসেন, সাঈদ নূর আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-আঞ্চলিক সহযোগিতা সেলের মহাপরিচালক নীলিমা আখতার, ক্রিকেটার নাঈম ইসলাম ইফতারে অন্যান্যের মধ্যে শরিক হন।

Advertisement

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকার আহ্বায়ক মো. কফিল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব আশরাফুল কবির আসিফ। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

এইচএস/বিএ