দেশজুড়ে

গরু ফেলে পালাল তারা

বিজিবি সদস্যদের দেখে রাজশাহীর চারঘাট সীমান্তে গরু ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে চারঘাটের ইউসুফপুর পদ্মার চর এলাকা থেকে গরুটি জব্দ করে বিজিবি।

Advertisement

মঙ্গলবার দুপুরে বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের (১-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রাতে ইউসুফপুর বিওপির নায়েক ইউনুছ আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। সীমান্ত পিলার নম্বর-৬৮/২-এস এর আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর ৬৯৭৮৮৯ মানচিত্র ৭৮ডি/১১) সেখানকার পদ্মা নদীর চরে একটি গরু মালিকবিহীন অবস্থায় পান বিজিবি সদসর্যা।

গরুটি ভারত থেকে এনেছেন পাচারকারিরা। তবে বিজিবি সদস্যদের দেখে সেটি ফেলে পালিয়ে গেছেন তারা। গরুটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। আইনি প্রক্রিয়া শেষে গরুটি রাজশাহী শুল্ক দফতরে জমা দেয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

Advertisement

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস