লাইফস্টাইল

পরিচ্ছন্নতাই সৌন্দর্যের মূল কথা : আফরোজা পারভিন

আফরোজা পারভিনের দিন দুইভাবে কাটে, যখন তার অবসর থাকে এবং যখন তার অবসর থাকে না। তবে অবসরের দিনগুলো তুলনামূলক খুব কম পান তিনি। স্বনামধন্য এই বিউটি এক্সপার্টের প্রতিটি দিন কাটে চরম ব্যস্ততায়। নিজের লাইফস্টাইল, ফ্যাশনের নানাদিক নিয়ে জাগোনিউজের সঙ্গে কথা বলেছেন রেড বিউটি স্যালোনের সত্ত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিন। লিখেছেন হাবীবাহ্ নাসরীন-সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আফরোজা পারভিনের। প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার ভেতর ঘুম থেকে ওঠার চেষ্টা করেন তিনি। এরপর ছেলে আয়াতকে তৈরি করে স্কুলে দিয়ে এসে আটটা থেকে দশটা পর্যন্ত মোট দুই ঘণ্টা পার্কে হাঁটেন। বেলা দশটার দিকে পার্কের ক্যাফেতে বসেই নাস্তার পর্ব সেরে নেন। সকালের খাবারে সাধারণত একটি সেদ্ধ ডিম, কলা, আপেল, দুধ এবং ফলের রস থাকে। বাসায় ফিরে স্নানপর্ব সেরে নেন। এরপর দুপুরের খাবার সেরে সোজা অফিস। কী থাকে দুপুরের খাবারে? যেদিন মাছ খান সেদিন দুই রকমের মাছ, মাংস খেলে দুই টুকরো, যদিও মুরগীর মাংসটাই বেশি রান্না হয়, তবে খেতে ভালোবাসেন গরুর মাংস। সঙ্গে পাতলা ডাল, সবজি, সালাদ, আর এক কাপ ভাত। তবে শুঁটকি কিংবা ভর্তার পদ থাকলে ভাতের পরিমাণ দুই কাপ হয়ে যায়। দুপুরের খাবার শেষ করে অফিসে চলে যান। সেখানে বিকেলে হালকা নাস্তা করা হয়। গ্রিন টি, ফ্রুটস সালাদ এসবই খাওয়া হয় বিকেলের নাস্তায়। অফিস শেষ করে সন্ধ্যা সাতটা-সাড়ে সাতটার দিকে বাসায় চলে আসেন। কখনো কখনো হয়তো অফিস শেষে আড্ডা দেয়া হয় বন্ধুদের সঙ্গে। তার রাতের খাবার তালিকায় থাকে স্যুপ, চিকেনের কোনো পদ, কর্ণ, ডেজার্ট ইত্যাদি। রাতে ঘুমানোর আগে একগ্লাস দুধ, শসা কিংবা কয়েকটুকরো আপেল খান তিনি। মূলত প্রচন্ড ব্যস্ততায় কাটে তার বেশিরভাগ দিন। রেড বিউটি স্যালোন ছাড়াও `ম্যাজিকাল টাচ বাই আফরোজা` নামে একটি ব্যক্তিগত ট্রেনিং সেন্টার রয়েছে তার। সেখানে নারী বিউটি এন্টারটেনারদের ট্রেনিং দিয়ে থাকেন তিনি। তিন দিন ব্যাপী এমন ট্রেনিং মাসে অন্তত তিনটি থাকে। এর বাইরে `অলওয়েজ উই, নেভার আই` নামে ত্রিশজন সেলিব্রেটির ফটো এক্সিবিশনের অন্যতম আয়োজকও তিনি। প্রতিদিন অন্তত একঘণ্টা সময় রাখতে হয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্যই! এত যে ব্যস্ততা, ক্লান্তিবোধ আসে না? `ক্লান্তি এলেও তা ঝেড়ে ফেলি, আমি আমার কাজ যেভাবে করতে চেয়েছিলাম, সেভাবেই করতে পেরে সন্তুষ্ট।` হাসিমুখে জানালেন আফরোজা পারভিন।পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকাটাই আফরোজা পারভিনের কাছে সৌন্দর্যের মূল কথা। যখন বাসায় থাকেন, মুখে কোনোরকম প্রসাধন ব্যবহার করেন না। প্রাকৃতিক উপায়ে রূপচর্চা করতে ভালোবাসেন। শরীর ফিট রাখতে শরীরচর্চাকেন্দ্রে যান সপ্তাহে দুইদিন। পছন্দের পোশাক শাড়ি তবে বাসায় ট্রাউজার, টি শার্ট এবং কর্মক্ষেত্রে সালোয়ার-কামিজ, কুর্তি পরেই স্বচ্ছন্দ। আর দাওয়াত কিংবা পার্টিতে শাড়ি পরেন। এবং অবশ্যই তা হতে হবে দেশি শাড়ি। তাঁত, কটন, জামদানি আছে তার পছন্দের শাড়ির তালিকায়। গয়নার ভেতরে চুড়ি এবং আংটি তার ভীষণ প্রিয়। জুতা হিসেবে স্লিপারই বেশি পছন্দ। ভালোবাসেন কাজল এবং টিপ পরতে। ঘড়ির ব্র্যান্ড হিসেবে সিকো কিংবা টাইটান পছন্দ। বিভিন্ন এক্সপেরিমেন্টাল ফুড, ভর্তা, গরুর মাংস, মাছ, চাইনজি খাবার রয়েছে তার পছন্দের খাদ্যতালিকায়। প্রিয় রং অফহোয়াইট। ফ্যাশন-লাইফস্টাইল বিষয়ক বই পড়া হয় বেশি। প্রিয় ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর, প্রিয় লেখকও তিনি। প্রিয় মানুষ তার একমাত্র সন্তান আহিল কামাল আয়াত। প্রিয় স্থান কক্সবাজার। শুনতে ভালোবাসেন তপু, শুভমিতা, শ্রীকান্ত আচার্য্যের গান। এইচএন/এমএস

Advertisement