মনুষ্যবিহীন এক মার্কিন সামরিক বিমান দুই বছরের গোপন মিশন শেষে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছে। পৃথিবীর চারপাশে ৬৭৪ দিনের পরিভ্রমণ শেষে শুক্রবার ক্যালিফোর্নিয়ায় সফলভাবে অবতরণ করেছে বিমানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।অর্বিটাল টেস্ট ভেইকল কিংবা এক্স-৩৭বি প্রকল্পের এই বিমানটি মনুষ্যবিহীন তৃতীয় বিমান, যা মহাশূন্য পরিভ্রমণ করল। তবে ঠিক কী উদ্দেশ্যে এই মিশন পরিচালিত হয়, এ বিষয়ে খোলাসা করে কিছু বলেনি যুক্তরাষ্ট্র।মহাকাশ প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, চীনের মহাশূন্য গবেষণাগার পর্যবেক্ষণ করতেই মার্কিন বিমানটি গোয়েন্দাগিরি করছিল।তবে মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তারা দেশটির গণমাধ্যমকে বলেছেন, পুনরায় ব্যবহার উপযোগী নভো-খেয়াযান প্রযুক্তির ঝুঁকি, সুবিধা ও উন্নয়ন বিষয়ে গবেষণাকাজেই নিয়োজিত ছিল এক্স-৩৭বি।এক্স-৩৭বি প্রকল্পের শুরু ১৯৯৯ সালে। এর অধীনে প্রথম বিমানটি উড্ডয়ন করে ২০১০ সালের এপ্রিলে। ৮ মাস পর ফিরে আসে সেটি।এর পর ২০১১ সালের মার্চে প্রকল্পের দ্বিতীয় বিমানটি উড্ডয়নের পর ১৫ মাস মহাশূন্যে ছিল। প্রতিবেদনে বলা হয়, আলোচিত তৃতীয় বিমানটি সৌরশক্তি ব্যবহার করে পরিভ্রমণরত ছিল। এটা লম্বায় ২৯ ফুট (৯ মিটার), যার ভর প্রায় ৫ হাজার কেজি।
Advertisement