দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সাথে লড়াই করছিলেন তিনি। অবশেষে জীবন ঘাতক এই ব্যাধির কাছে হার মানতেই হলো। দুনিয়ার মায়া কাটিয়ে অন্যলোকে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় গায়ক-সংগীত পরিচালক আদেশ শ্রীবাস্তব। শুক্রবার মাঝরাতে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। মুম্বইয়ের ওশিয়ারা শ্মশাণে শনিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে।আন্ধেরির ওই হাসপাতালে গত ৪০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন শ্রীবাস্তব। মৃত্যুকালে আদেশ রেখে গেলেন তার স্ত্রী বলিউডের প্রাক্তন অভিনেত্রী ও সংগীত পরিচালক জুটি যতিন-ললিতের বোন বিজেতা পণ্ডিত এবং দুই সন্তান অনিবেশ ও অভিতেশকে।প্রসঙ্গত, পাঁচ বছর আগে ক্যানসার ধরা পড়েছিল আদেশের। এবারও সেই ক্যানসারের কারণেই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।আদেশের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। আদেশের মৃত্যুর আগে বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান নিয়মিত আদেশের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন। শাহরুখ হাসপাতালেও এসেছিলেন।শান, সোনু নিগম, কুমার শানু, অলকা যাজ্ঞিক, উদিত নারায়ণের মতো সংগীত জগতের তারকারাও তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন। সংগীত পরিচালক এ আর রহমান জানিয়েছিলেন, আদেশের এই অসুস্থতার খবর পেয়ে তিনি বিধ্বস্ত। লতা মঙ্গেশকরও আদেশের অসুস্থতায় উদ্বেগ ব্যক্ত করেছিলেন।উল্লেখ্য, সেই ১৯৯৩ সালে কন্যাদান ছবিতে সংগীত পরিচালনা দিয়ে তার অভিষেক। যদিও এই সিনেমা মুক্তি পায়নি ও গানগুলিও অলক্ষ্যেই থেকে গিয়েছে। এরপর কাজ করেছেন ‘চলতে চলতে’, ‘বাবুল’, ‘বাগবান’, ‘কভি খুশি কভি গম’, ‘রাজনীতি’র মতো বলিউডের প্রায় ১০০ ছবিতে। ‘ক্যায়া আদা ক্যায়া জলওয়ে তেরে পারো’, ‘হাথোঁ মে আ গয়া জো কল’, ‘সোনা সোনা’, ‘শাভা শাভা’, ‘গুস্তাকিয়াঁ’, ‘মোরা পিয়া’র মতো অসংখ্য জনপ্রিয় গানের সুরকার ছিলেন আদেশ শ্রীবাস্তব।এলএ/পিআর
Advertisement