মঙ্গল আরতি, আলোচনা সভা, প্রার্থনা, ভক্তিমূলক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের মহাবতার শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব। শনিবার সকাল থেকেই রাবির কেন্দ্রীয় মন্দিরে ছিল নানা আয়ােজন।রাজশাহী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন কমিটির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে সকাল ৯ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রাবি কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শত শত কৃষ্ণ ভক্তরা গীতাযজ্ঞে অংশ নেন।শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিখিল রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন ও বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক শঙ্কর মজুমদার।প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, সব ধর্মের বাণী মানুষের কল্যাণ ও সেবার জন্য। কিন্তু বর্তমানে মানুষ এটাকে নিজেদের স্বার্থে বিভিন্ন ভাবে ব্যবহার করছে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সোমলাল দাস, ছাত্র-উপদেষ্টা ছাদেকুল আরেফিন, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ ড. বিপুল কুমার বিশ্বাস, শের-ই-বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক মৃণাল কান্তি রায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক বিশ্বনাথ শিকদার, গণিত বিভাগের অধ্যাপক কল্যাণ কুমার দে, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কমল কৃষ্ণ বিশাস প্রমুখ।কর্মসূচির অংশ হিসেবে জন্মাষ্টমী উদযাপনে বিকেল ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এসএস/পিআর
Advertisement