স্বাস্থ্য

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যাবলি তদারকি করবে মনিটরিং সেল

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মানোন্নয়নে মনিটরিং সেল গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ কে এম ফজলুল হককে আহ্বায়ক ও ডা. আশরাফুন্নাহারকে সদস্য সচিব করে ছয় সদস্যের মনিটরিং সেল গঠন করা হয়।

Advertisement

মনিটরিং সেলের অন্য সদস্যরা হলেন উপসচিব (পারসোনাল শাখা ১, ২, ৩ ও ৪) ডা. নিগার ফেরদৌসী, ডা. মোহাম্মদ আসিফ খান ও ডা. মোবাশ্বির আলম।

গত ১২ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শাহিনা খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসক ও নার্সসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণ, হাসপাতালে সেবার মানোন্নয়নে নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ তৈরি, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিছন্নতা, লজিস্টিক, ওষুধ সরবরাহ সংরক্ষণ, ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, তদারকি ও অন্যান্য বিষয় মনিটরিং করতে এ সেল গঠন করা হয়।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের ৫০৭ নম্বর কক্ষ মনিটরিং সেলের কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

Advertisement

এমইউ/এসআর/জেআইএম