আন্তর্জাতিক

বন্যায় আসামে ৭ জনের মৃত্যু

ভারতের আসাম রাজ্যে বন্যায় গত ১৫ ঘণ্টায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির রাজধানী গুয়াহাটিসহ চারটি জেলায় বন্যা আঘাত হেনেছে।মৃতদের তিনজন প্রদেশের রাজধানীতে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর বাসভবনের নিকটবর্তী কোয়েনধারা এলাকায় ভূমিধসে প্রাণ হারিয়েছেন। এ ভূমিধসে আহত হয়েছেন আরও কয়েকজন।অপর চারজন বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান।গুয়াহাটি শহরের অর্ধেক এলাকা বন্যার পানির নিচে তলিয়ে গেছে। গুয়াহাটির রাজগর ও তরুন নগর এলাকায় বন্যা সবচেয়ে মারাত্মকভাবে আঘাত হেনেছে। শহরজুড়ে পানি নেমে যাওয়ার প্রাকৃতিক পথগুলো অবৈধভাবে দখল করে রাখায় এই বন্যা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য ৫টি ত্রাণকেন্দ্র খুলেছে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজারের মতো মানুষ কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। সূত্র : এনডিটিভি

Advertisement