‘কোর্ট এখন জেলখানার পিছে ঘুরছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘কোর্ট যদি জেলখানায় ঘুরে বেড়ায় সেখানে জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা এবং এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন চলে আসে।'
Advertisement
আরও পড়ুন >> এখন থেকে খালেদার মামলার বিচার কেরানীগঞ্জ কারাগারে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা বিশেষ জজ আদালতের বিচারিক কার্যক্রম কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।
সোমবার বিকেলে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।
Advertisement
খসরু বলেন, ‘কোর্ট এখন জেলখানার পিছে পিছে ঘুরছে। জেলখানায় ঢুকে পড়েছে। দেশে আইনের শাসনের কী অবস্থা তা দেখতেই পাচ্ছেন?'
বিএনপির এ নীতিনির্ধারক আরও বলেন, ‘কোর্ট, কোর্টের জায়গায় থাকবে। কোর্ট যদি জেলখানায় ঘুরে বেড়ায় তাহলে আর সম্মান থাকে না। এতে ন্যায়বিচারের প্রত্যাশা আর কতটুকুই থাকে? সবকিছুতে স্থান-কাল-পাত্র ভেদে একটা ব্যাপার আছে না…।’
আরও পড়ুন >> বৈঠকে ২০ দল, নেই অলি-পার্থ
‘কোর্ট থাকবে কোর্টের জায়গায়। সেখানে কোর্ট যদি জেলখানায় ঘুরে বেড়ায় সেখানে জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা এবং এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন চলে আসে।'
Advertisement
এর আগে বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শুরু হয়। সম্প্রতি আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি এ জোট থেকে বের হওয়ার ঘোষণা দেয়। পার্থকেও আজকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি আজকের বৈঠকে যোগ দেননি।
আরও পড়ুন >> মাহীর অফিসে চুরি, গবেষণাপত্রসহ হার্ডডিক্স খোয়া
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রাকিব, পিপলস পার্টির সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএআর/এমএস