খেলাধুলা

বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার জালে গোল উৎসব করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও ইজেকুয়েল লাভেজ্জির জোড়া গোলে বলিভিয়াকে একপ্রকার উড়িয়ে দিয়েছে টাটা মার্টিনোর শিষ্যরা। ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে মেসিবাহিনী।  টেক্সাসের হাউজটনে দলের সেরা তারকা লিওনেল মেসিকে প্রথম একাদশে না রেখেই খেলতে নামে আর্জেন্টিনা। তবে মেসিকে ছাড়াই শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে লাভেজ্জি-আগুয়েরোরা। আর সেই ধারায় মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় তারা। আগুয়েরোর হাওয়ায় ভাসানো বল ধরে কোনাকুনি শটে জালে জড়ান লাভেজ্জি।৩৪ মিনিটে রোবের্টো পেরেইরার কাছ থেকে বল পেয়ে দারুণ এক ভলিতে আলতো করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে প্রবেশ করান আগুয়েরো। প্রথমার্ধের নির্ধারিত সময়ের চার মিনিট আগে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন লাভেজ্জি। আগুয়েরোর বাড়ানো বল থেকে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসজির এই তারকা। বিরতির পর ৫৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আগুয়েরো। লাভেজ্জির সঙ্গে বল দেয়া নেয়া করে দারুণ শটে বল জালে জড়ান এই ম্যানসিটি তারকা। ৬৫ মিনিটে নিকোলাস গাইতানের পরিবর্তে মাঠে নামেন লিওনেল মেসি। মেসি নামার সঙ্গে সঙ্গেই পুরো স্টেডিয়াম উল্লাসে ভেসে ওঠে। আর দর্শকদের হতাশ করেননি এই বার্সা তারকা। নামার মাত্র দুই মিনিট পরেই গোল করেন তিনি। মিল্টন সাসকোর ক্রস থেকে দারুণ হেডে বল জালে প্রবেশ করান চার বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ৭৫ মিনিটে আবার গোল করেন মেসি। দুর্দান্ত খেলতে থাকা আগুয়েরোর বাড়ানো বল থেকে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান এই বার্সা তারকা। ৮৪ মিনিটে মাতিয়াস কার্নেভিত্তার কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে বল জালে জড়ান কোরেরা। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৭-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বকাপের রানার্সআপরা। আরটি/এসকেডি/এমএস

Advertisement