খেলাধুলা

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রোজা রেখেই খেলবে হুইলচেয়ার ক্রিকেট দল

হাঁটি হাঁটি পা পা করে শুরু করা বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল এখন চলতে শুরু করেছে আপন গতিতে। হুইল চেয়ার ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে।

Advertisement

এ টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল (মঙ্গলবার, ১৪ মে) সকাল দশটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছাড়বে মোহাম্মদ মহসিনের নেতৃত্বাধীন ১৫ সদস্যের বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। বাংলাদেশ ছাড়াও ৪ জাতি এ টুর্নামেন্টের বাকি তিন দল ভারত, পাকিস্তান এবং স্বাগতিক নেপাল।

হুইলচেয়ার ক্রিকেট এশিয়া কাপের এ প্রথম আসর মাঠে গড়াবে ১৫ মে থেকে। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক নেপাল এবং ভারত। একইদিন আসরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

লিগপর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ ১৬ এবং ১৭ মে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ১৬ মে সকাল ৯টায় এবং শেষ ম্যাচে ১৭ মে দুপুর ২টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (১৮ মে) লিগপর্বের সেরা দুই দলকে নিয়ে হবে ফাইনাল ম্যাচ।

Advertisement

মঙ্গলবার দেশ ছাড়ার আগে আজ (সোমবার) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হুইল চেয়ার ক্রিকেট দল। যেখানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন, সহ-অধিনায়ক নুর নাহিয়ান, দলের অন্যতম সদস্য খন্দকার মইনউদ্দিন আহমেদ এবং টিম ম্যানেজার মাহবুবুর রহমান চৌধুরী পলাশ।

টুর্নামেন্টে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলতে যাচ্ছে জানান অধিনায়ক মহসিন। সে লক্ষ্যে প্রস্তুতিটাও যথাযথ হয়েছে বলেন তিনি। অধিনায়কের ভাষ্যে, ‘আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। এ টুর্নামেন্টের জন্য আমরা অনেকদিন ধরেই অনুশীলন করছি। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মাঠে ৪ দিনের অনুশীলন ক্যাম্প হয়েছে। সবমিলিয়ে ভালো অবস্থায় আছে দল। আমি আত্মবিশ্বাসী চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে।’

এ টুর্নামেন্টের আয়োজক দেশ নেপাল হলেও অংশগ্রহণকারী সব দেশের খরচ বহন করবে তারা নিজেরাই। সে ক্ষেত্রে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল, বিমান বাংলাদেশ এবং বেক্সিমকো। এছাড়া সার্বিক সহযোগিতায় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সাধারণত এমন বহুজাতিক টুর্নামেন্টে সব দলের থাকা-খাওয়া এবং সার্বিক সব পরিস্থিতির দেখভাল করে স্বাগতিক দেশই। কিন্তু এ টুর্নামেন্টে নেপাল কেন তা করছে না? এমন প্রশ্নের জবাবে মহসিন বলেন, ‘আসলে এবারই প্রথমবারের মতো হচ্ছে এ টুর্নামেন্ট। যে কারণে নেপাল ক্রিকেট বোর্ড স্পন্সরের ব্যবস্থা করতে পারেনি। তাই আমরা বাকি তিন দেশ (বাংলাদেশ, ভারত ও পাকিস্তান) নিজেদের খরচেই এ টুর্নামেন্ট খেলবো।’

Advertisement

চলছে রমজান মাস। হুইলচেয়ার ক্রিকেট দলের সবগুলো ম্যাচই হবে রোজার সময় অর্থাৎ দিনের বেলা। এ নিয়ে দারুণ এক তথ্য দিলেন অধিনায়ক মহসিনের পাশেই থাকা সহ-অধিনায়ক নুর নাহিয়ান। জানালেন শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও, দলের প্রায় সব খেলোয়াড় টুর্নামেন্টের ম্যাচগুলো খেলবেন রোজা রেখেই।

মূলতঃ মানসিক শক্তিতে বিশ্বাসী হওয়ায় এ দলের পক্ষে রোজা রেখে খেলা সমস্যার সৃষ্টি করবে না বলে মনে করেন নুর নাহিয়ান। তিনি বলেন, ‘আমাদের দলের প্রায় সবাই রোজা রেখেই খেলবো। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। যেহেতু সাধারণত আমরা সবাই সবগুলো রোজাই পালন করি, তাই এক্ষেত্রেও রোজা রেখে খেলতে সমস্যা হওয়ার কথা নয়।’

এ সময় তিনি আরও জানান, দলের যার যার ইচ্ছা তারাই শুধু রোজা রেখে খেলবেন। এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই দলের পক্ষ থেকে। নাহিয়ান বলেন, ‘আমরা যখন হুইলচেয়ার ক্রিকেট শুরু করি, তখন আমাদের স্কিল বা সামর্থ্যের চেয়েও বেশি ছিলো মানসিক শক্তি। এটির কারণেই আমরা এখন এশিয়া কাপের মতো মঞ্চে খেলতে নামতে পারছি। আশা করছি সবাই মানসিক শক্তিতে বলীয়ান থাকবে, যে কারণে রোজা থাকলেও সমস্যা হবে না। তবে এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। যাদের মনে হয় পারবে, তারাই কেবল রোজা রেখে খেলবো আমরা।’

এশিয়া কাপে বাংলাদেশ হুইল চেয়ার স্কোয়াডমোহাম্মদ মহসিন (অধিনায়ক), নুর নাহিয়ান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠু, লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খন্দকার মইনউদ্দিন আহমেদ, মোহাম্মদ আসিফ হোসেন অপু, মোহাম্মদ রিপন উদ্দিন, মোহাম্মদ রাজন হোসেন, মোহাম্মদ মহিদুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ রামিম শেখ, জাবেদ আহমেদ ও স্বপন দেওয়ান।

এশিয়া কাপের সূচি১৫ মে - নেপাল বনাম ভারত, সকাল ৯টা১৫ মে - বাংলাদেশ বনাম পাকিস্তান, দুপুর ২টা১৬ মে - নেপাল বনাম বাংলাদেশ, সকাল ৯টা১৬ মে - ভারত বনাম পাকিস্তান, দুপুর ২টা১৭ মে - নেপাল বনাম পাকিস্তান, সকাল ৯তা১৭ মে - বাংলাদেশ বনাম ভারত, দুপুর ২টা১৮ মে - ফাইনাল, সকাল ৯টা

এসএএস/আইএইচএস/এমএস