স্ত্রী : আমি আজকে ভীষণ অসুস্থ বোধ করছি।স্বামী : তাই নাকি! আমি আরো ভাবলাম তোমাকে নিয়ে আজকে রেস্টুরেন্টে খেতে যাবো।স্ত্রী : (গদ গদ হয়ে) আরে বোকা, আমি তো দুষ্টুমি করছিলাম!স্বামী : আরে গাধী, তুমি কি মনে করছ আমি দুষ্টুমি করতে জানিনা! যাও তো জলদি রুটি বানাও। ***স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে ব্যাগ গোছাতে শুরু করলেন স্ত্রী। রাগে গজগজ করতে করতে বললেন, ‘আর জীবনে কোনোদিন আমি এমুখো হব না। থাকো তুমি একলা। আমি চললাম বাবার বাড়ি।’ স্বামী কিছু টাকা এগিয়ে দিয়ে বললেন, ‘যাও যাও। আর এই নাও, যাওয়ার ভাড়াটা নিয়ে যাও।’ স্ত্রী মুখে ঝামটা মেরে বললেন, ‘আর ফেরার ভাড়াটা কে দেবে শুনি?’ ***জেলার : আপনি জেলার পদে কাজ করতে পারবেন?প্রার্থী : অবশ্যই পারবো স্যার।জেলার : বলেন তো কয়েদীরা ঝামেলা করলে কী করবেন?প্রার্থী : এক ঝাড়ি দিয়ে থামিয়ে দেবো স্যার।জেলার : যদি বেশি বেয়াদবি করে?প্রার্থী : থাপ্পড় দিয়ে ওদেরকে জেল থেকে বের করে দেবো স্যার!*** পুত্র : বাবা, আজ একটা ভালো কাজ করেছি।বাবা : কী কাজ?পুত্র : পাশের বাড়ির মোটকা ভদ্রলোক আছেন না, রোজ অফিসে যেতে ট্রেন ফেল করেন, তাকে আজ ট্রেন ধরিয়ে দিয়েছি।বাবা : তাই নাকি! কী করে?পুত্র : প্রতিদিনের মতো তিনি হেলেদুলে হেঁটে চলছিলেন, লালুকে (বাঘা কুকুর) লেলিয়ে দিলাম তার পেছনে। ব্যস এমন ছোটা ছুটলেন! # আজকের জোকস : ০৪ সেপ্টেম্বর ২০১৫# আজকের জোকস : ০৩ সেপ্টেম্বর ২০১৫# আজকের জোকস : ০১ সেপ্টেম্বর ২০১৫# আজকের জোকস : ৩১ আগস্ট ২০১৫# আজকের জোকস : ৩০ আগস্ট ২০১৫এইচএন/এমএস
Advertisement