দেশজুড়ে

স্বাধীনতার ক্ষেত্রে সব ধর্মের মানুষের অবদান রয়েছে

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশকে স্বাধীন করতে হিন্দু-মুসলামসহ সকল ধর্মের নারী পুরুষের অবদান রয়েছে। আওয়ামী লীগ সব সময়ই দেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে। আর এ কারণেই দেশে ঈদ, পূজা, বড়দিনসহ সকল ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করা হয়ে থাকে। শনিবার সকালে সিরাজগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধনের আগে শহরের মুজিব সড়কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অ্যাড. সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল­াত মুন্না, জেলা প্রশাসক বিল­াল হোসেন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় পূজা উৎযাপন কমিটির উপদেষ্টা অ্যাড. বিমল কুমার দাস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নব কুমার কর্মকার, হীরক গুণ প্রমুখ।মন্ত্রী আরো বলেন, দেশ স্বাধীনের আগে হিন্দুদের সম্পত্তি দখল করা হয়েছিলো। অনেক সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছিলো। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর সে কালো আইন বাতিল করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষমতায় এসে এই কালো আইনটি বাতিল করেছেন। আলোচনা শেষে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে হিন্দুধর্মালম্বীরা এসে এই র‌্যালিতে অংশ নেন। এর আগে মঙ্গল প্রদীপ জ্বেলে র‌্যালির উদ্বোধন করা হয়। এছাড়াও দিনভর নানা কর্মসূচীির মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে। অনুষ্ঠানের মধ্য রয়েছে মন্দিরে মন্দিরে প্রার্থনা, আলোচনা, কীর্তন ও প্রসাদ বিতরণ। বাদল ভৌমিক/এসএস/এমএস

Advertisement