রাজনীতি

পুলিশ চাঁদাবাজি করছে : রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, দেশে শিশু ধর্ষিত হচ্ছে প্রতিদিন কিন্তু কোনো বিচার হচ্ছে না। সাংবাদিক মরে যাচ্ছে, তারও কোনো বিচার হচ্ছে না।

Advertisement

তিনি বলেন, পুলিশকে কিছু করা যায় না। কারণ পুলিশকে দিয়ে ভোট চুরি করা হয়েছে। পুলিশরা চাঁদাবাজি করছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মাহফুজ উল্লাহ স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় তিনি এসব কথা বলেন।

রব বলেন, দেশে দুঃসময় চলছে। এই সময় মাহফুজ উল্লাহকে সবচেয়ে দরকার ছিল। জাতির অস্তিত্বই নেই, জাতীয়তাবাদী শক্তি থাকে কী করে! দেশে কোনো রাজনীতি নেই।

Advertisement

তিনি বলেন, সত্য কথা বলে বেঁচে থাকা যায় না। যারা সত্য কথা বলে, যাদের সততা আছে, তাদের আর বাঁচা যাবে না।

রব বলেন, কোনো হুমকি, ভয়-ভীতি মাহফুজ উল্লাহর কাছে পৌঁছাতে পারেনি। মনের দুঃখে বোধহয় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইলে আসুন। ঐক্য করি। স্বৈরাচারীর বিদায় ঐক্য ছাড়া হবে না।

ড. আকবর আলি খানের সভাপতিত্বে শোক সভায় আরও বক্তব্য রাখেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সাবেক কূটনীতিক শমসের মুবিন চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী, আসিফ নজরুল, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সাদাত হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

কেএইচ/এমএসএইচ/এমএস

Advertisement