অনেক দিন পর্দায় দেখা যায়নি লাক্স তারকা চিত্রনায়িকা প্রসূন আজাদকে। এতদিন পরে হঠাৎ করে তাকে দেখলে অচেনা লাগতেই পারে। কারণ বেশ মুটিয়ে গেছেন এই অভিনেত্রী। নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ চলচ্চিত্রের জন্য নাকি ওজন বাড়িয়ে ছিলেন প্রসূন। ওই ছবির শুটিং শেষ করেছেন। এরপর প্রায় ২০ কেজি ওজনই কমিয়েছেন। তারপরও বেশ মোটা দেখাচ্ছে তাকে।
Advertisement
এই শরীরেই রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুটিং শেষ হলো এই ছবিটিরও। গেল বছরের মে মাসে রাজশাহীর পদ্মা নদীর চরে সিনেমাটির শুটিং শুরু হয়। সম্প্রতি মানিকগঞ্জে পদ্মা নদীর চরে ঘূর্ণিঝড় ফণীর ফণীর কবলে পড়েছিল ‘পদ্মপুরাণ’ সিনেমাটি।
দুই দিন সিনেমাটির শুটিং বন্ধ ছিল। প্রবল ঝড় বৃষ্টিতে ৪ জন আহত হয়েছিল। সকল প্রতিবন্ধকতা জয় করে অবশেষে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।
সোমবার দুপুরে ‘পদ্মাপুরাণ’ সিনেমার পরিচালক রাশিদ পলাশ জাগো নিউজকে বলেন, ‘পদ্মাপুরাণ সিনেমার শুটিং শেষ করেছি। এখন এডিট চলছে। আগামী ২২ মে থেকে ছবির ডাবিং শুরু করবো। ঈদের পরে সেন্সরে জমা দিতে চাই। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
Advertisement
চলচ্চিত্রটিতে প্রসূন অভিনয় করেছেন মাদক চোরাকারবারীর চরিত্রে। মুটিয়ে যাওয়ার প্রসূনকে বড়পর্দায় হাজির করা প্রসঙ্গে রাশিদ পলাশ জানালেন, তিনিও এমনটাই চাচ্ছিলেন। প্রসূনের নতুন সাথে চরিত্রটি মিলে যাওয়ায় তাকেই কাস্ট করেছেন তিনি। বললেন, ‘দারুণ অভিনয় করেছেন প্রসূন। বাংলাদেশ-ইন্ডিয়া বর্ডারের মাদক চোরাকারবারীদের মধ্যে প্রধান সে।’
সিনেমার জন্য অভিনেতা অভিনেত্রীদের কত পরিশ্রমই না করতে হয়। শিগগিরই ওজন কমিয়ে নতুন লুকে ফিরবেন প্রসূন আজাদ।
এ ছবির চিত্রনাট্য লিখেছেন রায়হান শশী, প্রযোজনা করছে পুণ্য ফিল্মস। সব ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি। ছবিটিতে আরও অভিনয় করছেন চম্পা, শম্পা রেজা, ডন, শিমুল, বিপাশা কবির প্রমুখ
এমএবি/এমকেএইচ
Advertisement