খেলাধুলা

স্বদেশি রাবাদাকে হটিয়ে ‘পার্পল ক্যাপ’ তাহিরের

সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লি ক্যাপিট্যালসের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা হয়তো গড়ে ফেলতেন এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। কিন্তু পিঠের ইনজুরির কারণে ১২ ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়ে তাকে।

Advertisement

আর রাবাদার এ ইনজুরি শাপে বর হয়ে এসেছে তারই স্বদেশি লেগস্পিনার ইমরান তাহিরের জন্য। যিনি খেলেছেন রাবাদার চেয়ে ৫ ম্যাচ বেশি, ফাইনালে ২ উইকেট নিয়ে টপকে গেছেন অনুজ পেসারকে। সবমিলিয়ে ১৭ ম্যাচে ২৬ উইকেট নিয়ে জিতেছেন সর্বোচ্চ উইকেট শিকারির পুরষ্কার ‘পার্পল ক্যাপ’ ও ১০ লাখ রুপি।

ইনজুরিতে না পড়লে রাবাদার সামনে ছিলো ২০১৩ সালে ডোয়াইন ব্রাভোর গড়া এক আসরে ৩২ উইকেটের রেকর্ড ভাঙার হাতছানি। আইপিএল ছাড়ায় সেটি করতে পারেননি। তবু সুযোগ ছিলো পার্পল ক্যাপ জেতার।

কিন্তু ফাইনালের দিন বাজিমাত করেছেন তাহির। সুর্যকুমার যাদভ এবং ইশান কিশানের উইকেট নিয়ে টপকে গেছেন রাবাদাকে। বয়সের কাঁটা ৪০ পেরিয়ে গেলেও চেন্নাই সুপার কিংস তাকে নিয়মিত সব ম্যাচ খেলানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাহির।

Advertisement

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা

১. ইমরান তাহির (চেন্নাই সুপার কিংস): ১৭ ম্যাচে ২৬ উইকেট, সেরা বোলিং ১২ রানে ৪ উইকেট২. কাগিসো রাবাদা (দিল্লি ক্যাপিট্যালস): ১২ ম্যাচে ২৫ উইকেট, সেরা বোলিং ২১ রানে ৪ উইকেট৩. দীপক চাহার (চেন্নাই সুপার কিংস): ১৭ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ২০ রানে ৩ উইকেট৪. শ্রেয়াস গোপাল (রাজস্থান রয়্যালস): ১৪ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১২ রানে ৩ উইকেট৫. খলিল আহমেদ (সানরাইজার্স হায়দরাবাদ): ৯ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৩০ রানে ৩ উইকেট

এসএএস/জেআইএম

Advertisement