অফিসার্স ক্লাবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয়। এ ছাড়া রান্নায় ব্যবহার করা হয় পোড়া তেল আর ক্ষতিকর রঙ। এ অভিযোগে রোববার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অভিযান চালিয়ে এর প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
Advertisement
অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অফিসার্স ক্লাবে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানে শত শত মানুষের খাবারের আয়োজন করা হয়। নামীদামি একটি প্রতিষ্ঠানের রান্না হয় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। খাবার তৈরিতে ব্যবহার হচ্ছিল পোড়া তেল। খাবারে মেশানো হয় ক্ষতিকর রঙ। এ ছাড়া তারা খাবার পত্রিকার পুরানো কাগজ দিয়ে ঢেকে রাখে। এসব অপরাধে অফিসার্স ক্লাবের ক্যান্টিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায়।
Advertisement
অভিযানের সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) - ১১ এর সদস্যরা।
এসআই/এনডিএস/জেআইএম