রাজনীতি

মতানৈক্য সব সময় সাফল্যের অন্তরায় হয়ে দাঁড়ায়

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (ডিজএম) কাদের বলেছেন, ‘মতানৈক্য সব সময় সাফল্যের অন্তরায় হয়ে দাঁড়ায়।’

Advertisement

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে রোববার দুপুরে জাতীয় ছাত্র সমাজের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের অর্বতমানে যে শূন্যতা সৃষ্টি হবে তা এককভাবে পূরণ করা সম্ভব হবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুশৃঙ্খলভাবে জাতীয় পার্টির রাজনীতি এগিয়ে নিতে হবে।’

এ সময় জাতীয় ছাত্র সমাজকে আদর্শবান সংগঠনে রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Advertisement

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ মানুষ জাতীয় পার্টিকেই তাদের ভরসার স্থল মনে করবে। তাই জাতীয় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।’

তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানেই তার প্রকৃত মূল্যায়ন হবে। জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী হবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য- আলমগীর শিকদার লোটন, চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, প্রাক্তন ছাত্রনেতা শামীম আহমেদ রিজভী, ইফতেকার আহসান হাসান, মাখন সরকার, ফয়সাল দিদার দিপু, জামাল উদ্দিন, মোখলেছুর রহমান বস্তু, মো. জামাল, জুয়েল, ছাত্রসমাজের আহ্বায়ক মোড়ল জিয়া প্রমুখ।

এইউএ/এনডিএস/জেআইএম

Advertisement