রাজনীতি

আমার কোনো ভুল ছিল না : লতিফ সিদ্দিকী

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ব্যক্তির দ্বারা সমষ্টি আক্রান্ত হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আমার জন্য প্রধানমন্ত্রী বিব্রত হয়েছেন। যতদিন উনি বিব্রত হননি ততদিন উনি আমাকে পাশে রেখেছেন। আমার কোনো ভুল ছিল না; তবে আমার বিরুদ্ধে ছিল অপপ্রচার। আমি তারই খেসারত দিচ্ছি।শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরআগে লতিফ সিদ্দিকী তার নির্বচনী এলাকার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করেন এবং ফাতেহা পাঠ, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করেন।তিনি বলেন, আমার পদত্যাগের কারণে সৃষ্ট শূন্য আসনে নির্বাচনে অংশ গ্রহণের কোন ইচ্ছা নেই। আমার নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে আমি কখনো স্নেহ ও ভালোবাসা বঞ্চিত হইনি। তারা আমাকে বার বার সংসদ সদস্য নির্বাচিত করেছে। আমার প্রতি মানুষের স্নেহ-ভালোবাসায় যদি জননেত্রী শেখ হাসিনার আস্থা ও ভালবাসার স্পর্শ ফিরে পাই, আবার যদি তিনি আমাকে ফিরিয়ে নেন এবং সুযোগ দেন তাহলেই কেবল আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো।লতিফ সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে দেশের উন্নয়নে পরিশ্রম করে যাচ্ছেন। যারা গণতন্ত্র, মানবতা ও মনুষ্যত্বে বিশ্বাস করেন, যারা সত্যিকার অর্থে মুসলমান তারা শেখ হাসিনার উপর আস্থা ও বিশ্বাস রাখেন। বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক ও একজন নাগরিক হিসেবে আমি সবসময় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেশ গড়ার আন্দোলনে অবিচল থাকবো।গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, কালিহাতি উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ তোতা, আনোয়ার হোসেন মোল্লা, ঝিন্টু সিদ্দিকী, আলী আকবার মিয়া, জিন্নাহ মিয়া, মিজানুর রহমান খান রুবেল, রনজিৎ সূত্রধর প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।এস এম হুমায়ূন কবীর/আরএস

Advertisement