খেলাধুলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নিষিদ্ধ আনুশকা!

দুই বছর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হারের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল, আনুশকা শর্মা গ্যালারিতে উপস্থিত থাকার কারণেই হেরেছে ভারত। শুধু তাই নয়, চার বছর আগে ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। তখনও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের বিষয়বস্তু ছিলেন আনুশকা শর্মা।

Advertisement

এবারও কি তাহলে এমন হতে যাচ্ছে? অর্থ্যাৎ, গ্যালারিতে থাকবেন আনুশকা শর্মা আর মাঠে হারবেন বিরাট কোহলিরা? সোশ্যাল মিডিয়া এমন কোনো বিষয় নিয়ে উত্তপ্ত হওয়ার আগেই কিন্তু এক ধরনের নিষেধাজ্ঞা চলে আসলো আনুশকার ওপর। শুধু আনুশকাকে একা বললে ভুল বলা হবে। ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী কিংবা বান্ধবীদের ওপর আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞা।

মূলতঃ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিরাট কোহলিদের ওপর বিশ্বকাপে স্ত্রী কিংবা বান্ধবীদের রাখার ব্যাপারে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করে। অর্থ্যাৎ, বিশ্বকাপ শুরুর ২১দিন পর কোহলিদের সঙ্গে যোগ দিতে পারবেন তাদের স্ত্রী কিংবা পরিবারের সদস্যরা। থাকতে পারবেন কেবল ১৫দিন।

এর অর্থ, ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এবং শ্বাসরূদ্ধকর ম্যাচের দিন গ্যালারিতে উপস্থিত থাকতে পারছেন না আনুশকা শর্মাসহ ক্রিকেটারদের স্ত্রী এবং বান্ধবীরা।

Advertisement

ওয়ানডে র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকা ভারত এর আগে দু’বার বিশ্বকাপ জিতেছিল। ২০১১ এবং ১৯৮৩ সালে। এবার বিরাট কোহলির নেতৃত্বে ভারতকেই অনেকে রেখেছেন ফেবারিটের তালিকায়।

আইএইচএস/পিআর