জাতীয়

ইতালি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট তাকে নিয়ে শনিবার রাত ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসস।শেখ হাসিনা দশম আসেম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ১৫ অক্টোবর মিলানে যান। মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।প্রধানমন্ত্রী আসেম শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। ভাষণে তিনি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সম্মেলনে যোগদানের পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী মাত্তেরো রেনজি, গ্রীসের প্রধানমন্ত্রী এ্যান্তিনিওয়াস সামারাস, সুইস প্রধানমন্ত্রী স্টিফেন লোফভিন এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বাংলাদেশ ২০১২ সালে আসেমের ৫১তম সদস্যপদ লাভ করে।

Advertisement