লাইফস্টাইল

সাহরিতে বোয়াল মাছের ঝোল

সাহরিতে ভারী কিংবা মশলাদার খাবার মুখে যেন ঠিক রোচে না। ঘুম ভেঙে খেতে হয় বলে খাবারের স্বাদ ঠিকমতো লাগে না। এই সময়ে ভাতের সঙ্গে তাই হালকা মশলাদার, ঝোল ঝোল আইটেম বেশি ভালো লাগে। চলুন জেনে নেয়া যাক তেমনই একটি রেসিপি বোয়াল মাছের ঝোল রান্নার উপায়-

Advertisement

আরও পড়ুন : রোজায় খেজুর খাবেন যে কারণে 

উপকরণ:

কয়েক টুকরা বোয়াল মাছআধ চা চামচের বেশি গুড়া হলুদআধ চামচ লাল গুড়া মরিচএক চিমটি জিরা গুড়াকয়েকটা পেঁয়াজ কুঁচিএক চামচ রসুন বাটাপরিমাণমতো তেলপরিমাণমতো লবণকয়েকটি কাঁচা মরিচধনে পাতা।

Advertisement

প্রণালি:

সামান্য লবণ দিয়ে বোয়াল মাছ হালকা তেলে সামান্য ভেজে নিন। তেল গরম করে সামান্য লবণ দিয়ে পেঁয়াজ কুঁচি ভেজে নিন। মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার দুইকাপ পানি দিয়ে ঝোল বানিয়ে নিন।

আরও পড়ুন : পাবদা মাছের ঝোল রাঁধবেন যেভাবে 

এবার ঝোলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে মিনিট বিশেষ হালকা আঁচে জ্বাল দিন। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিন। ঝোল অনেকটা শুকিয়ে এলে নামিয়ে নিন। নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিন।

Advertisement

এইচএন/আরআইপি