ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহ্বাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, অর্জুন পাল (৫৫), তার স্ত্রী দিপিকী পাল (৪৫), মেয়ে জয়া পাল (২২), ছেলের বউ নন্দীতা পাল (৩০) ও তার শিশু সন্তান অভ্রদ্বীপ পাল (০৭)। আহতদের মধ্যে নন্দীতা ও অভ্রদ্বীপ ছাড়া বাকিদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহতরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয়রা জানায়, হতাহতরা মৌলভীবাজারের কুলাউড়া থেকে মাইক্রোবাস যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহ্বাজপুর জিলানী পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা রূপসী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ছয় আরোহী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাস চালককে মৃত ঘোষণা করেন।খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন ভূইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর
Advertisement