জাতীয়

মধুবনে পচা ডিমে কেক, সিরকায় মিষ্টি বনফুলের

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং পচা সিরকায় মিষ্টি রাখায় চট্টগ্রামে দুই বেকারি প্রতিষ্ঠান বনফুল ও মধুবনকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

শনিবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান জানান, আজ বিকেলে নগরের হামজারবাগ এলাকায় মধুবনের কেক ও বিস্কুট তৈরির কারখানায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পচা ডিম ও বাসি পামওয়েল দিয়ে কেক ও বিস্কুট তৈরির প্রমাণ পাওয়ায় কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে নগরের বায়েজিদে বনফুলের কারখানায় পচা সিরকায় মিষ্টি সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

এ সময় সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের বিভিন্ন খাবার তৈরির কারখানা, রেস্টুরেন্ট ও সুপার শপে র‌্যাবের ভোজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

আবু আজাদ/এমএসএইচ/এমকেএইচ